জীবনের হুমকি নিয়ে যা বললেন ব্যারিস্টার সুমন
সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে বলেছেন, অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে তিনি জানতে পেরেছেন, একটি সক্রিয় সিরিয়াল কিলার গ্রুপ তাকে হত্যা করতে চায়। দুই-তিন দিন তাকে বাসা থেকে বের না হওয়ার পরামর্শ দেন ওই ব্যক্তি।
আজ রোববার (৩০ জুন) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান ব্যরিস্টার সুমন।
ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেন, ‘ওই অজ্ঞাতনামা ব্যক্তি নিজের পরিচয় দিতে চায় না, ঠিকানা দিতে চায় না। সে বলে, আমি নিজেও কিলার গ্রুপের মেম্বার (সদস্য) ছিলাম। যখন আপনার নাম আসছে, আপনাকে হত্যার কথা বলেছে, তখন আমি বলেছি, এটা পারব না।’
এর আগে নিজের জীবন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। গতকাল শনিবার (২৯ জুন) রাতে এ জিডি করেন তিনি। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
জিডিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন, গত ২৭ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক ৮টার দিকে তার নির্বাচনি এলাকার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোয়াটসঅ্যাপে কল করেন। মোবাইল ফোনে ওসি বলেন, ‘আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে চার-পাঁচজনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন।’
জিডিতে সায়েদুল হক সুমন আরও বলেন, ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি তা জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন। বিষয়টি জানার পর আমি মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি।