ময়মনসিংহে কলেজ শিক্ষার্থীদের কোটাবিরোধী সামাবেশ ও মিছিল
২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করে ময়মনসিংহের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (১২ জুলাই) বিকেল ৪টায় আনন্দমোহন কলেজের সামনে জড়ো হয়ে এই কর্মসূচি পালন করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, যতক্ষণ নির্বাহী বিভাগ থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত দাবি মেনে নিয়ে বাস্তবায়নের ঘোষণা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এ সময় বক্তব্য দেন আন্দোলনের সমন্বয়ক তাহমিদ রেদোয়ানসহ অন্যরা্। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাঙ্গিনারপাড়ে গিয়ে শেষ হয়।