পরীক্ষামূলক প্রকাশনাতেই বন্ধ হয়ে গেল ‘বিবিএস বাংলা’ পোর্টাল
২০২০ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে যাত্রা করেছিল ডিজিটাল নিউজ প্লাটফর্ম বিবিএস বাংলা। সাড়ে তিন বছর ধরে পরীক্ষামূলক প্রকাশনায় থাকার পর গত ১ জুলাই বন্ধ হয়ে গেছে অনলাইন নিউজ পোর্টালটি। যার মালিকানায় ছিল দেশের স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান বিবিএস গ্রুপ ও দেশের দুইজন তরুণ ক্রীড়া সাংবাদিক।
একাত্তর টেলিভিশন ছেড়ে এসে হেড অপারেশন্সের দায়িত্ব নেন সামসুল আরেফিন এবং স্পোর্টস বিভাগের প্রধান হিসেবে যোগ দেন দেব চৌধুরী।
দেশের প্রচলিত আইন মেনে বাংলাদেশ জয়েন্ট স্টক কোম্পানির নিবন্ধন নিয়ে যাত্রা শুরু করে বিবিএস মিডিয়া লিমিটেড। দেশের বিভিন্ন টেলিভিশন ও জাতীয় দৈনিক থেকে সংবাদকর্মী যোগ দেয় প্রতিষ্ঠানটিতে। যুক্ত হয় বেশকিছু নবীন সংবাদ ও সম্প্রচার কর্মী। প্রায় অর্ধশত সংবাদকর্মী নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক খবরের জন্য ‘বিবিএস বাংলা’, খেলাধুলার খবরের জন্য ‘অলরাউন্ডার’ এবং বিনোদনের জন্য ‘ইভেনিং শো’ নামে তিনটি প্ল্যাটফর্ম থেকে কন্টেন্ট প্রচার শুরু হয় ফেসবুক ও ইউটিউবে। সোশ্যাল মিডিয়ায় খবরের বস্তুনিষ্ঠতা বজায় রাখতে প্ল্যাটফর্মগুলো অগ্রণী ভূমিকা পালন করে আসছিল।
সব ধরনের আইন মেনে অনলাইন নিউজ পোর্টালের জন্য তথ্য অধিদপ্তরের নিবন্ধন চেয়ে আবেদন করে তিন বছর আগে। দীর্ঘ সময় পার হলেও নিবন্ধন পাওয়া যায়নি! তাতেই হাল ছেড়ে দেন মালিকানায় থাকা বিবিএস গ্রুপ!
তাছাড়া ২০২৩ সালের মাঝামাঝি দেশ ছাড়েন বিবিএস মিডিয়া লিমিটেডের হেড অফ অপারেশন্স ও সহপ্রতিষ্ঠাতা সামসুল আরেফিন, আশাহত হয় প্রতিষ্ঠানটির একঝাঁক সংবাদকর্মী। উপায়ান্তর না দেখে বেশীরভাগ সংবাদকর্মী অন্য প্রতিষ্ঠানে যোগ দেয়। তবে এই লম্বা সময়ে বেতন বোনাস নিয়ে কখনই গড়িমসি করেনি মালিকানায় থাকা প্রতিষ্ঠান বিবিএস গ্রুপ। নিবন্ধন নিয়ে গড়িমসির কারণে শেষ পর্যন্ত ১ জুলাই বিবিএস বাংলা ও ইভেনিং শো আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে খেলাধুলার জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম ‘অলরাউন্ডার’ বন্ধ করা হয়নি।