আমাদের সরকার অনেক শক্তিশালী : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এখন আমাদের সরকার অনেক শক্তিশালী। দেশে আমরা আমরা কাউকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে দেবো না।
আজ সোমবার (১৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রী একথা বলেন।
কোটা বিরোধী আন্দোলনকারীদের শ্লোগান –‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার। কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার’ এর সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীনতা অর্জন করেছে। সেই দেশে রাজাকার শব্দ নিয়ে স্লোগান রাষ্ট্রবিরোধী। এটি সরকারবিরোধী নয়, এটি রাষ্ট্রবিরোধী স্লোগান। একইসঙ্গে সেখানে সরকারবিরোধী, প্রধানমন্ত্রী বিরোধী স্লোগান দেওয়া হয়েছে। এতে স্পষ্ট হয়েছে, কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে। তারা দেশকে অস্থিতিশীল করতে চায়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ব্যবহার করা কোটাবিরোধী আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা এটা হতে দেবো না।