কোটা সংস্কারপন্থিদের দখলে রোকেয়া হল-ঢামেক রোড, টিএসসির দখলে ছাত্রলীগ
থমথমে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিভিন্ন পয়েন্টে কোটাপন্থিদের অবস্থান স্পষ্ট। ব্যারিকেড দিয়ে বহিরাগতদের প্রবেশে বাধা দিচ্ছেন তারা। অন্যদিকে, টিএসসির দখলে রয়েছে ছাত্রলীগ। তাদের বিরুদ্ধে অভিযোগ, আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর দুইটার দিকে গাড়ি ভরে ভরে তাদের আনা হয়েছে। এমন এক মহূর্তে ঢাবির রাসেল টাওয়ার থেকে ঢামেক হাসপাতাল পর্যন্ত দখলে রেখেছেন কোটাপন্থিরা। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে চলছে স্লোগান।
সরেজমিনে দেখা গেছে, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারপন্থি ও তাদের বিরোধীপন্থিদের অবস্থান বেশ জোরাল। অনেকে মাথায় হেলমেট পড়ে প্রস্তুত হয়ে আছেন। সেই প্রস্তুতি সংঘর্ষের পূর্বাভাস বহন করছে।
আবার শেখ রাসেল টাওয়ারের সামনের সড়ক থেকে শহীদ মিনার হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) এলাকায় আন্দোলনরতদের অবস্থানও বেশ শক্ত। তারা মাইকে ঘোষণা দিয়ে সেখান থেকে যানবাহন সরিয়ে দিচ্ছেন। শোনা যাচ্ছে, তারা মাইকে ঘোষণা করছেন, এ পথ দিয়ে কেউ যাবেন না। আপনার ক্ষতিগ্রস্ত হবেন। তার চেয়ে ভালো আপনারা অন্যদিকে চলে যান।
এদিকে পলাশীর মোড়ে দেওয়া হয়েছে ব্যারিকেড। এ গেটে দায়িত্ব পালন করছেন সারোয়ার নামের বুয়েটের এক নিরাপত্তাকর্মী। তিনি বলেন, শিক্ষার্থীরা এই পথ আটকে দিয়েছেন। ওই পথে ঢুকতে দেওয়া হচ্ছে না জনসাধারণকে।
পলাশীর মোড়ের গেট দিয়ে ভেতরে ঢুকে দেখা যায়, বুয়েটের শেরে বাংলা হলের সামনে বুয়েটের কোটা সংস্কারপন্থি শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। তাদের একজন সোলাইমান হোসেন বলেন, পলাশীর মোড় আটকে দেওয়া হয়েছে, যেন ভেতরে বহিরাগতরা না ঢুকতে পারে।