শাবিপ্রবিতে ছাত্রলীগনেতাদের কক্ষ থেকে আগ্নেয়াস্ত্র-মাদক উদ্ধারের দাবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা সাঁড়াশি অভিযান চালিয়েছে। তারা কয়েকটি কক্ষে তল্লাশি চালিয়ে একটি রিভলবার, একটি শর্টগান, বিভিন্ন দেশীয় অস্ত্র এবং বিদেশি মদের বোতল পাওয়া যায় বলে দাবি করে।
আজ বুধবার (১৭ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহপরান ছাত্রহলে তল্লাশি চালিয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানের দখল করা ৪২৩ নম্বর কক্ষ থেকে রিভলবার ও শর্টগান এবং ৪২৪, ৪২৭ নম্বর কক্ষ থেকে দেশীয় অস্ত্র ও বিদেশি মদের বোতল পায় বলে দাবি করে। এ ছাড়া শাখা ছাত্রলীগের সভাপতি মো খলিলুর রহমানের দখল করা ২০৯, ২১০ নং কক্ষ থেকে দেশীয় অস্ত্র ও মাদক সরঞ্জাম পাওয়া যায় বলে জানায়।
তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক আগেই পালিয়েছেন।
শাহপরান হল প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক কৌশিক সাহা বলেন, কে বা কারা এসব হলে নিয়ে এসেছে পরবর্তী সময়ে তদন্ত সাপেক্ষে বের করা হবে। যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঈনুল হক বুলবুল, সিলেট