জনমনে স্বস্তি ফেরা পর্যন্ত কারফিউ থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে সরকার কারফিউ জারি করেছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে। জনমনে পুরোপুরি স্বস্তি ফিরলে কারফিউ তুলে নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আজ বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীসহ কতজন মারা গেছেন—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থী কিংবা জনসাধারণ কতজন মারা গেছেন, তার কোনো হিসাব আমাদের কাছে নেই। কোনো থানায় এ সংক্রান্ত কোনো মামলাও দায়ের হয়নি। পুলিশ তথ্য সংগ্রহ করছে। পরে এ বিষয়ে জানাতে পারব।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আন্দোলনের সময় নিহত তিনজন পুলিশ ও একজন আনসার সদস্যের প্রত্যেক পরিবারকে সরকারের পক্ষ থেকে দুই লাখ টাকা নগদ ও আট লাখ টাকার সঞ্চয়পত্র এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেন।