খুলনায় পুলিশ নিহতের ঘটনায় মামলা, আসামি সহস্রাধিক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিলে দেশের গতকাল শুক্রবার বেশ কিছু অঞ্চল ফের উত্তাল হয়ে ওঠে খুলনা। এদিন বিক্ষুব্ধদের সঙ্গে চলে পাল্টাপাল্টি ধাওয়া। দফায় দফায় সংঘর্ষে নিহত হন পুলিশ সদস্য। সুমন কুমার ঘরামী। তার মৃত্যুতে খুলনার লবণচরা থানায় পুলিশ বাদী হয়ে করেছে মামলা। এতে আসামি এক হাজার ২০০ জন। এ ছাড়া খুলনা ও হরিনটানা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
জানা গেছে, সুমন কুমার ঘরামীকে গতকাল আহত অবস্থায় বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় পুলিশ কমিশনার মোজ্জাম্মেল হক উপস্থিত হলে পরিবারের আহজারী ভিন্ন পরিবেশ সৃষ্টি করে।
পুলিশ মিডিয়া সেল থেকে জানানো হয়, নিহত সুমন কুমার ঘরামী সুশিল কুমার ঘরামীর ছেলে। তার বাড়ি বাগেরহাট জেলার কচুয়ায়। সুমনের একটি ছেলে সন্তান আছে। তিনি সহকারী পুলিশ কমিশনার সোনাডাঙ্গা জোনের দেহরক্ষী হিসাবে কর্মরত ছিলেন।