রণক্ষেত্র রাজধানী : সংঘর্ষ-গুলি পাল্টাপাল্টি ধাওয়া
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত কর্মসূচি ‘সর্বাত্মক অসহযোগ’ ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ চলছে। এসব ঘটনায় এখন পর্যন্ত রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে অন্তত পাঁচজন মারা গেছেন।
আজ রোববার (৪ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এনটিভি বলেন, এখন পর্যন্ত আমি একজনের মৃত্যুর খবর জেনেছি। রাজধানীর ধানমণ্ডির জিগাতলা এলাকার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আব্দুল্লাহ সিদ্দিকী (২৩) মারা যান। তিনি রাজধানীর হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
বাচ্চু মিয়া জানান, পৌনে ৪টার দিকে আব্দুল্লাহ সিদ্দিকীকে ঢামেক হাসপাতালে আনা হয়। পরে চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আব্দুল্লাহর বন্ধু পরিচয় দেওয়া জহির ইসলাম নামের একজন গণমাধ্যমকে বলেন, আব্দুল্লাহ পুরান ঢাকার রায় সাহেব বাজার এলাকার কলতা বাজারের বাসিন্দা। তার বাবার নাম আবু বকর।
এদিকে বিকেলে গুলিস্তান থেকে জহির উদ্দীন নামে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি কুমিল্লায় বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। প্রাথমিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এদিকে বাচ্চু মিয়া জানান, আজ বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় ১১১ জনকে এখানে আনা হয়। এর মধ্যে ৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।