নওগাঁয় খাদ্যমন্ত্রীসহ সদর আসনের সংসদ সদস্যের বাসভবনে আগুন
নওগাঁয় খাদ্যমন্ত্রী, সদর আসনের সংসদ সদস্য ও চেম্বার সভাপতির বাসভবনসহ ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সংবাদ পাওয়ার পর পরই বৈষম্যবিরোধী সমাবেশ থেকে বিজয় মিছিল করা হয়।
মূহুর্তেই বিভিন্ন পাড়া-মহল্লা থেকে হাজার হাজার নারী-পুরুষ, আবাল-বৃদ্ধ, বনিতা রাস্তায় নেমে এসে উল্লাসে মেতে উঠেন। বিভিন্ন সড়ক জনাকীর্ণ হয়ে উঠে। এ যেন আরেক স্বাধীনতা লাভ। একে অপরের সঙ্গে করমর্দন কোলাকুলি করতে দেখা গেছে। এদিকে উত্তেজিত জনতা জেলা আওয়ামী লীগ অফিস, সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের বাসভবন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাসভবনে অগ্নিসংযোগ এবং লুটপাট করে। এ ছাড়া নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের বাসভবন এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সভাপতি মোস্তাফিজুর রহমান টুনুর ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে ভাঙচুর চালানো হয়। জনের মালিকানাধীন ঠিকানা কমিউনিটি সেন্টার মার্কেটের মোবাইল দোকানগুলোর সব মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।