শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে : নাহিদ ইসলাম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেলে হবে না। আমাদের আন্দোলনে যাদের হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার করতে হবে। আমরা তাঁকে (শেখ হাসিনা) বিচারের আওতায় আনবো।
আজ সোমবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে এক সংবাদ ব্রিফিংয়ে সমন্বয়ক নাহিদ ইসলাম এ কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, যেই রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে ফ্যাসিজম তৈরি হয় সেটি বিলুপ্ত করতে হবে। আমাদের প্রথম ধাপ ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন। সেটি পতন হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারে রূপরেখা ঘোষণা করব। শেখ হাসিনা পালিয়ে গেলে হবে না, আমরা তাঁকে বিচারের আওতায় আনব। যারা অভ্যুত্থানে নিহত হয়েছেন তাদের জাতীয় বীর ঘোষণা করছি। আমরা কোনো সরকারকে গ্রহণ করবো না। সেনাপ্রধান জরুরি অবস্থা জারি করে সরকার গঠন করলে আমরা সেটি গ্রহণ করব না।
এর আগে আজ সোমবার রাত ৮টার দিকে জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করবে বলে জানিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।