কারামুক্ত বিএনপিনেতা আমান উল্লাহ আমান

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। এনটিভির ফাইল ছবি
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান জামিনে কারামুক্ত হয়েছেন। আজ মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়েছেন তিনি।
আমান উল্লাহ আমানের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। মঙ্গলবার রাষ্ট্রপতির কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।