মৌলভীবাজারে সেনাবাহিনী ও গণমাধ্যমের মতবিনিময়, গুজব বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান
মৌলভীবাজার সদর ও রাজনগরের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মীরের সঙ্গে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় হয়েছেন। আজ শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। সেখানে তিনি বলেন, কেউ যেন গুজব ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে না পারে সেদিকে সর্তক দৃষ্টি রাখতে হবে। সেনা বাহিনী সবসময় দেশ ও জাতির কল্যাণে জনগণের পাশে আছে ও থাকবে।
মেজর মীর শিক্ষার্থীদের সার্বিক কর্মকান্ডের ভূয়শী প্রসংশা করেন। বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান। তিনি মৌলভীবাজার জেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় শেষে মেজর মীর জানান, মৌলভীবাজার জেলার বিভিন্ন জায়গা থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।
জেলার সাতটি থানার কার্যক্রম স্বাভাবিক করতেও কাজ করছে সেনা বাহিনী। শিগগিরই সবগুলো থানার সার্বিক কার্যক্রম স্বাভাবিক হবে বলে আশাপ্রকাশ করেন। ইতোমধ্যেই থানাগুলোর কার্যক্রম স্বল্প পরিসরে শুরু হয়েছে বলেও জানান তিনি।