নিত্যপণ্যের বাজারদর নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করব : প্রাণিসম্পদ উপদেষ্টা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/08/11/forida.jpg)
অন্তর্বর্তীকালীন সরকারের প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার সচিবালয়ে নিজ দপ্তরে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : এনটিভি
অন্তর্বর্তীকালীন সরকারের প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘নিত্যপণ্যের বাজারদর নিয়ন্ত্রণ করে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব।’
আজ রোববার (১১ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা ফরিদা আখতার।
প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘ডিম, দুধের মতো পণ্যে সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে দাম বাড়ে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’