ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার বিষয়ে তথ্য জানাতে হটলাইন চালু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/08/12/dhrm_mntrnnaalyy.jpg)
ধর্ম মন্ত্রণালয় লোগো
ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হামলার বিষয়ে তথ্য জানাতে একটি নির্দিষ্ট হটলাইন নম্বর চালু করেছে ধর্ম মন্ত্রণালয়। আজ সোমবার (১২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্দির, গির্জা, প্যাগোডা বা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে লক্ষ্য করে দুর্বৃত্তদের কোনো ঘটনা ঘটলে তা যেন দ্রুত জানাতে পারেন, সেজন্য এই হটলাইন নম্বর চালু করা হয়েছে।
নতুন হটলাইন ০১৭৬৬৮৪৩৮০৯ নম্বরে যে কেউ এ সংক্রান্ত হামলার তথ্য জানাতে পারবেন। ধর্ম মন্ত্রণালয় জনগণকে তাৎক্ষণিক সহায়তার জন্য এই নম্বরটি ব্যবহার করতে উৎসাহিত করেছে। এ ছাড়া এ জাতীয় কোনো হামলার প্রত্যক্ষদর্শী বা অভিজ্ঞতা পেলে লিখিত বার্তা দিতেও উৎসাহিত করেছে।