হজ ভিসা : প্রতারক থেকে সতর্ক থাকার বার্তা ধর্ম মন্ত্রণালয়ের

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের কোনো কোটা খালি নেই এবং অন্য কোনো উপায়ে হজযাত্রী বা কোনো ব্যক্তির অনুকূলে ভিসা ইস্যু করানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়—কতিপয় অসাধু ব্যক্তি প্রতারণার আশ্রয় নিয়ে সহজ সরল ধর্মপ্রাণ মুসলমানদের হজে পাঠানোর মিথ্যা আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে বলে জানা যায়। এ ধরনের প্রতারকদের কাছ থেকে সর্বসাধারণকে সতর্ক থাকাসহ তাদের সঙ্গে কোনো প্রকার লেনদেন না করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এ ধরনের লেনদেনে যদি কেউ প্রতারিত হয়, তাহলে এর দায়-দায়িত্ব সরকার বহন করবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: ধর্ম মন্ত্রণালয়
২৮ সেপ্টেম্বর ২০২২
২৯ এপ্রিল ২০২২