কাউকেই সন্দেহের বাইরে দেখছি না : ইনকিলাব মঞ্চ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সর্বশেষ পরিস্থিতি জানাতে রাতে হাসপাতালের সামনে সংবাদ সম্মেলন করেছে ইনকিলাব মঞ্চ।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, কাউকেই সন্দেহের চোখে দেখছি না, আবার কাউকেই সন্দেহের বাইরে দেখছি না। আমরা সকলকেই সন্দেহের মধ্যেই দেখছি। সেক্ষেত্রে এমনও হতে পারে অনেকে ভোটের রাজনীতিতে ওসমান হাদিকে প্রতিপক্ষও মনে করতে পারে। আবার এমনও হতে পারে যে আওয়ামী লীগের বিরুদ্ধে, যে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল ওসমান হাদি, সেই ওসমান হাদিকে যদি মেরে ফেলা যায় তাহলে হয়তো তারা মনে করতে পারে আবার বাংলাদেশে ফিরে আসতে পারবে। আমরা আপনাদের জানিয়ে রাখি ওসমান হাদি এখন ঘরে ঘরে তৈরি হয়ে গেছে।
বিস্তারিত দেখুন ভিডিওতে...

নিজস্ব প্রতিবেদক