হাদির দুবার কার্ডিয়াক অ্যারেস্ট ও প্রচুর রক্তক্ষরণ হয়েছে : চিকিৎসক
গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দুবার কার্ডিয়াক অ্যারেস্ট ও প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা খুবই সংকটাপন্ন, তবে তিনি বেঁচে আছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ রায়হান গণমাধ্যমকে এসব কথা জানান।
ডা. জাহিদ রায়হান বলেন, ওভারঅল কন্ডিশন খুবই খারাপ। একেবারে ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। উনার ব্যাপারে আমরা কোনো আশার কথা বলব না, আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছিলাম, তখন উনার ভাই বলেছিলেন, বেঁচে নেই, তারপরেও আপনারা অপারেশন করেন। আমরা আশা ছাড়িনি, তার সাইন অব লাইফ ছিল। অপারেশনের সময়েও আমাদের অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞরা বলেছেন উনার এফোর্ট আছে। এর মনে হলো নিজস্ব শ্বাসপ্রশ্বাসের শক্তি আছে। উনি বেঁচে আছেন।
আরও পড়ুন : ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ
ডা. জাহিদ রায়হান বলেন, অপারেশনের মধ্যেই উনার (হাদি) দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। উনার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়েছিল। আমরা রোগীর ব্যাপারে কোনো আশার কথা বলব না। উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতে আছেন, তবে উনি এখনও বেঁচে আছেন। বাকিটা আল্লাহর ইচ্ছা।
ডা. জাহিদ রায়হান আরও বলেন, আমরা এ ধরনের ক্ষেত্রে খুলি খুলে ফেলি এবং মগজের ভেতরে জমা রক্তগুলো বের করে দেই, যাতে ব্রেন বড় হোয়ার সুযোগ পায়। ব্রেনের ভেত্রের চাপ যেন কমার সুযোগ পায়। এটা আমরা করি।
ভালো আইসিউই সাপোর্টের জন্য ওসমান হাদির স্বজনরাই এভারকেয়ার হাসপাতালে তাকে নিয়ে যেতে চেয়েছেন জানিয়ে ডা. জাহিদ রায়হান বলেন, বুলেট যদি ভেতরে থেকেও যায়, আমরা ধরে নিলাম মগজের ভেতরে আছে। ওটা একদম মগজের সেন্টার পয়েন্টে। ওখানে অ্যাপ্রোচ করার কোনো প্রয়োজন নাই, ওটা করাও হয় না।
আরও পড়ুন : হাদির অবস্থা সংকটাপন্ন, ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত : ডা. সায়েদুর রহমান
ডা. জাহিদ রায়হান আরও বলেন, তবে বুলেটটা বের হয়ে গেছে। বুলেট এক দিক দিয়ে ছিদ্র করে ঢুকে আরেক দিক দিয়ে হাড্ডি ভেঙে বের হয়ে গেছে। সুতরাং বুলেটই বের হয়ে গেছে আমরা ধরে নিতে পারি। তবে বুলেটের কিছু ফ্রেগমেন্ট (অংশ) ব্রেনের ভেতর থেকে গেছে। আমরা যখন অপারেশন করেছি কিছু ফ্রেগমেন্ট আমরা পেয়েছি। আমরা সেগুলো সংগ্রহ করেছি, খুব ছোটো ছোটা ফ্রেগমেন্ট।

এনটিভি অনলাইন ডেস্ক