সাবেক আইজিপি ও ডিবির হারুনের বিরুদ্ধে বিএনপির মামলা

সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. হারুন অর রশীদ। ফাইল ছবি
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি তল্লাশির নামে ডাকাতি ও লুটপাট-ভাঙচুরের অভিযোগে মামলা করেছে বিএনপি। মামলায় সাবেক পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।
আজ বুধবার (১৪ আগস্ট) সকালে বিএনপির নেতাকর্মীদের মামলা ও তথ্য সংগ্রহ কর্মকর্তা মো. সালাহউদ্দিন খান পল্টন থানায় মামলা মামলা করেন।
মামলায় সে সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারীদেরকেও আসামি করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ ইতোমধ্যে অন্যত্র বদলিও হয়ে গেছেন।
২০২২ সালের ৭ ডিসেম্বর ও ২০২৪ সালের ১৬ জুলাই দুইবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি তল্লাশির নামে ডাকাতি, লুটপাট ও ভাঙচুরের অভিযোগে এই মামলা দুটি হয়েছে।