সালমান এফ রহমান ও আনিসুল হকের রিমান্ড শুনানিতে যা হলো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে দশদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এই আদেশ দেন। এর আগে সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে কড়া পাহারায় আসামিদের আদালতে হাজির করা হয়। আদালতে হাজির করার সময় বিএনপিপন্থি আইনজীবীরা ক্ষোভে ফেটে পড়েন। এ সময় মামলার বাদী ইমাম হোসেন সালমান এফ রহমান ও আনিসুল হককে দেখে বলেন, তোদের ফাঁসি চাই। তোরা আমার ছেলের লাশও দেখতে দিলি না। আমার ছেলের লাশ দাফন করতেও দিলি না।
এসময় ভিকটিমের বাবা কান্না করতে থাকেন।
এরপরে সন্ধ্যা ৭টার দিকে বিচারক এজলাসে উঠলে কোর্ট ইন্সপেক্টর মো. আসাদ রিমান্ড চেয়ে শুনানি করেন। শুনানি শেষে বিচারক ১০ দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে দুপুর থেকে ঢাকার নিম্নআদালত প্রাঙ্গণে বিএনপিপন্থি আইনজীবীদের ভিড় লক্ষ করা গেছে। তাদের হাতে ডিম ছিলো। এরপরে বিক্ষোভ করলে সেনাবাহিনী, বিজিবি পরিস্থিতি নিয়স্ত্রণে নেয়। সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে সালমান এফ রহমান ও আনিসুর রহমানকে আদালতে নেওয়া হলে বিক্ষুব্ধ আইনজীবীরা গাড়িতে ডিম নিক্ষেপ করেন। এরপরে সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে আদালতে কঠোর নিরাপত্তায় হাজির করা হয়। আদালতে হাজিরের আগে আসামিপক্ষের অনেক আইনজীবী দেখা গেলেও পরে তাদের পাওয়া যায়নি। এসময় বিএনপিপন্থি আইনজীবী ওমর ফারুক ফারুকী আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, এখানে উত্তেজিত জনতা দেখেছেন। এখানে আসামিপক্ষের কোন আইনজীবী থাকলে দ্রুত বের হয়ে যান। নাহলে কোন কিছু ঘটলে আমাদের হাতে কিছু নেই। এরপরে বিএনপিপন্থি আইনজীবীরা স্লোগান দিতে থাকেন।
ওমর ফারুক ফারুকী আরও বলেন, এটা আমাদের রুটি রুজির জায়গা। বিচারক আদেশ দেবেন। আমরা আদেশের পরে নিচে নেমে চলে যাব। আপনারা কোন স্লোগান আদালতের ভিতরে দেবেন না। এরপরে আদালতে বিচারক উঠলে আইনজীবীরা বিচারককে দ্রুত আদেশ দিতে বলেন। শুনানি বিলম্ব হওয়ায় আইনজীবীরা বিক্ষোভ করতে থাকেন। এরপরে কোর্ট ইন্সপেক্টর মো. আসাদ রিমান্ডের সপক্ষে শুনানি করলে বিচারক ১০ দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে, গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়।
গত ১৬ জুলাই কোটা আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়শা বেগম মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ পান ঢাকা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি সালমান ফজলুর রহমান ওরফে সালমান এফ রহমান। দ্বাদশ সংসদ নির্বাচনের পরও তাকে একই পদে বহাল রাখা হয়। ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা) আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন আনিসুল হক। এরপর থেকে তাকে আইনমন্ত্রী করে হাসিনা সরকার।