শহীদদের আত্মা সেদিন শান্তি পাবে, যেদিন হত্যাকারীদের বিচার হবে : এ্যানি
বিএনপির যুগ্ম সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ছাত্র-জনতার মিছিলে হেলিকপ্টার থেকে কার নির্দেশে গুলি ছোড়া হয়েছিল, আমরা সেটা জানি। সে নির্দেশ দিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনা। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মা সেদিন শান্তি পাবে, যেদিন হত্যাকারীদের বিচার হবে। বিএনপি সব হত্যার বিচার চায় এবং বিচার হতে হবে।’
গতকাল শনিবার (১৭ আগস্ট) বিকেলে সাভার পৌরসভার ব্যাংক টাউন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শাইখ আশহাবুল ইয়ামিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এ্যানি। শাইখ আশহাবুল ইয়ামিন মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা একটি স্বাভাবিক ও সুন্দর বাংলাদেশ দেখতে চাই। তিনি একজন সম্মানিত ব্যক্তি। তাকে আমরা সম্মান দিতে চাই। তার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আগামীতে গণতান্ত্রিক পরিবেশে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে, আমরা সেই প্রত্যাশা করি।’
শহীদ উদ্দিন চৌধুরী আরও বলেন, ‘সাভারের প্রথম শহীদ আমাদের পরিবারের সদস্য শাইখ আশহাবুল ইয়ামিন। তাকে আমি ছোটবেলা থেকে চিনি। তার বাবা মোহাম্মদ মহিউদ্দিন এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু। ইয়ামিনকে যেভাবে হত্যা করা হয়েছে, তা কল্পনাতীত। ইয়ামিনের মতো সব শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, তাকে হারতে দেওয়া যাবে না।’
পরে শাইখ আশহাবুল ইয়ামিনের পরিবারের প্রতি সমবেদনা জানান বিএনপিনেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।