সুনামগঞ্জে ‘চিকসা গ্রামে গানবাজনা নিষিদ্ধ’র খবর সত্য নয় : ইউএনও
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চিকসা গ্রামে গানবাজনা নিষিদ্ধ করার বিষয়টি সত্য নয় বলে দাবি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তবে বিয়েশাদি, জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠানে সাউন্ড বক্স দিয়ে উচ্চস্বরে গান বাজানো নিষেধ করেছে গ্রাসবাসী।
গতকাল রোববার (১৮ আগস্ট) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে চিকসা গ্রামে গানবাজনা নিষিদ্ধের খবরটি প্রচার হয়।
গ্রামবাসীর দাবি, এসব প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
উপজেলার চিকসা গ্রামের লোকজন জানায়, গ্রামে কোনো বিয়েশাদির অনুষ্ঠান হলেই পাঁচ-ছয় দিন আগে থেকে সাউন্ড বক্স এনে উচ্চ স্বরে গান বাজানো হয়। এতে বয়স্ক লোকজন, রোগী, শিক্ষার্থীদের অসুবিধা হয়। মানুষজন বিষয়টিতে অতিষ্ঠ। তাই সবাই বসে সাউন্ড বক্স বাজানো বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চিকসা গ্রামের মানুষজন গত শনিবার (১৭ আগস্ট) রাতে এই বৈঠক করেন। ওই বৈঠকেই সবার মতামতের ভিত্তিতে তারা গ্রামে বিয়েশাদি বা অন্য কোনো অনুষ্ঠানে সাউন্ড বক্স দিয়ে উচ্চ স্বরে যাতে গান বাজানো না হয়—এ বিষয়ে সিদ্ধান্ত নেন।
চিকসা গ্রামের বাসিন্দা তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম জানান, গ্রামে গানবাজনা নিষিদ্ধ করা হয়নি, এসব প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। এটা ঠিক নয়। তিনি বলেন, গ্রামের কোনো বিয়েশাদির আয়োজন হলেই দুই-তিন আগে থেকে সাউন্ড বক্স নিয়ে এসে উচ্চ স্বরে গান বাজানো শুরু হয়। অতিষ্ঠ গ্রামবাসীর পক্ষ থেকে বিষয়টি মাসখানেক আগে পুলিশকেও জানানো হয়। গ্রামে ওরস, গানের আয়োজন বা সনাতনধর্মের লোকজনের অনুষ্ঠানে গান হবে, এতে কোনো বাধা নেই।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, গ্রামে গানবাজনা নিষিদ্ধ করার মতো কোনো সিদ্ধান্ত হয়নি। গ্রামের মরব্বিরাও সাউন্ড বক্সের অতি ব্যবহার বন্ধের সিদ্ধান্তের বিষয়টি আমাকে জানিয়েছেন। খুব সচেতনভাবে সব ধর্মীয় অনুষ্ঠান, পূজাপার্বণ, ওয়াজ মাহফিল ও ওরসে মাইক ব্যবহার করা যাবে বলেও তারা সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে জানতে চাইলে তাহিরপুরের ই্উএনও সালমা পারভীন বলেন, ‘চিকসা গ্রামে গানবাজনা নিষিদ্ধ করার বিষয়টি সত্য নয়। বিয়েশাদি বা অন্য কোনো অনুষ্ঠানে সাউন্ড বক্স দিয়ে উচ্চ স্বরে যাতে গান বাজানো না হয়—এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে গ্রামবাসী।’