সুনামগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
বিশ্বম্ভরপুর থানা। ছবি : সংগৃহীত
সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের তরঙ্গিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তারা একে অপরের মামাত-ফুফাত বোন।
নিহতরা রুমা আক্তার তরঙ্গীয়া কৃষ্ণতলা গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে ও মারিয়া আক্তার একই গ্রামের শফিক মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে বাড়ির সামনে দুই বোন পুকুরে গোসল করতে যায়। গোসল করতে নেমে তারা ডুবে যায়। পরে স্থানীয় ও স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর তাদের মরদেহ উদ্ধার করে।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যুর খবর পেযেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ