হাদির হত্যাকারীর দেশত্যাগের খবর ‘প্রচার কৌশল’ হতে পারে : পুলিশ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার তথ্যটি স্রেফ ‘প্রচার কৌশল’ হতে পারে বলে মন্তব্য করেছেন পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। আজ রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
অতিরিক্ত আইজিপি বলেন, ফয়সালের সর্বশেষ অবস্থান নিয়ে আমাদের কাছে এখনও সুনির্দিষ্ট তথ্য নেই। তার অবস্থান শনাক্ত করতে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিরলসভাবে কাজ করছে। তবে সে যে দেশের বাইরে চলে গেছে, এমন কোনো নির্ভরযোগ্য তথ্য আমরা পাইনি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়। খন্দকার রফিকুল ইসলাম আরও বলেন, এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করা হচ্ছে।
কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া গেছে কি না– এমন প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, আমরা এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততার প্রমাণ পাইনি। তবে সঠিক তথ্য উদঘাটনে আমাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে।
শফিকুল ইসলাম আরও বলেন, প্রাথমিক ধারণা অনুযায়ী রাজনৈতিক উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এখানে ব্যক্তিগত কোনো বিরোধ বা উদ্দেশ্য থাকার সম্ভাবনা ক্ষীণ বলে মনে হচ্ছে। তিনি বলেন, ঘটনার শুরু থেকেই আমরা মাঠে ছিলাম এবং সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক