গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক সাবিরুল ইসলাম
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. সাবিরুল ইসলাম। আজ মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১২টায় নগর ভবনে এসে আনুষ্ঠানিকভাবে যোগদান করে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ শেষে মো. সাবিরুল ইসলাম নগর ভবনের মেয়র কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সিটি ভবন পরিদর্শন করেন।
মতবিনিময় সভা শেষে প্রশাসক সাবিরুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকার একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চায়। সেই আদর্শের জায়গা থেকে আইন ও নীতি বহির্ভূত যেকোনো কাজ থেকে গাজীপুর সিটি কর্পোরেশন, জেলা প্রশাসনসহ সরকারের প্রশাসন যন্ত্রকে দুর্নীতিমুক্ত করতে আমরা কাজ শুরু করেছি। জন্ম নিবন্ধন থেকে শুরু করে ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন কাজের জন্য মানুষ সিটি করপোরেশনে আসেন। কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয়, তাদের যেন সঠিক সময়ে পরিপূর্ণ সেবা দিতে পারি তার জন্য সিটি করপোরেশনের সবাইকে নির্দেশ দিয়েছি।’
এ সময় গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান, প্রধান প্রকৌশলী মো. আকবর হোসেন, নির্বাহী প্রকৌশলী লেহাজউদ্দিনসহ সিটির আটটি আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র জায়েদা খাতুনসহ ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে।
গাজীপুর সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল জানান, গাজীপুর সিটি করপোরেশন গঠনের পর এ পর্যন্ত তিনটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০১৩ সালের ১৬ জানুয়ারি গাজীপুর সিটি করপোরেশনের যাত্রা শুরু হলে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব শাহ কামালকে। তিনি ছয় মাস দায়িত্ব পালন শেষে সাধারণ নির্বাচনে বিএনপিনেতা সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান প্রথম নির্বাচিত মেয়র হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণ করেন। আওয়ামী লীগ সরকারের মামলা-হামলায় জর্জরিত অধ্যাপক মান্নান দুই দফায় তিন বছর দায়িত্ব পালন করেন। মামলায় অভিযুক্ত হওয়ার অজুহাতে তাকে মেয়রের পদ থেকে অপসারণ করা হয়। এ সময় প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দুই দফায় ২৩ মাস দায়িত্ব্ পালন করেন। পরবর্তী সময়ে গাজীপুর সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের নির্বাচিত মেয়র মো. জাহাঙ্গীর আলম তিন বছর তিন মাস দায়িত্ব পালনের পর বহিষ্কৃত হলে আবারও ভারপ্রাপ্ত মেয়র হিসেবে এক বছর নয় মাস দায়িত্ব পালন করেন আসাদুর রহমান কিরণ। সর্বশেষ তৃতীয় পরিষদ গঠনের লক্ষ্যে গত ২০২৩ সালের ২৫ মে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। তিনি গত ১৯ আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন।