গাজীপুরে পোশাক কারখানায় উৎপাদন স্বাভাবিক
গাজীপুরে নতুন করে কোনো পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ তৈরি হয়নি। গতকাল বুধবার ১৩টি কারখানা ছাড়া অন্যান্য কারখানায় স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া অব্যাহত ছিল। জানা গেছে আজ বৃহস্পতিবারও (২৬ সেপ্টেম্বর) একই পরিস্থিতি বিরাজমান রয়েছে।
তবে বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে আজ খুলেজে চারটি। বন্ধ থাকা অন্য ৯টি কারখানা যথাসম্ভব স্বল্প সময়ের মধ্যে খুলে দেওয়ার কাজ চলমান আছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ ও শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত শিল্প পুলিশ।
আজ বৃহস্পতিবার বৃষ্টি উপেক্ষা করে উৎপাদনে ফিরেছেন আন্দোলনরত শ্রমিকরা। দাবি মেনে নেওয়ায় কারখানার শ্রমিকরা খুশি। এতে শিল্পাঙ্গনে স্বস্তি ফিরবে বলে আশা করছে কারখানা কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার সারওয়ার আলম জানান, কারখানাগুলোর নিরাপত্তা রক্ষায় কাজ করছে শিল্প পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনা সদস্যরা। অসন্তোষ নিরসনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।