সাভারের ফ্যান্টাসি কিংডম পার্ক দখলের চেষ্টা
দেশের সবচেয়ে বড় থিম পার্ক ফ্যান্টাসি কিংডম দখলের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) সাভারের আশুলিয়ার জামগড়ায় এ ঘটনা ঘটে। পার্কে ঢুকে সেখানে শ্রমিক দলের নাম করে পার্কটি দখলের চেষ্টা করে তারা। এ সময় এক বিঘা জায়গা নিজেদের দাবি করে পার্কের সীমানার মধ্যে দেয়াল নির্মাণের চেষ্টাও করে তারা।
এ সময় দখলদারদের সঙ্গে পার্কের কর্মকর্তা-কর্মচারীদের বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তিতে উত্তেজনা সৃষ্টি হয়। থিম পার্ক, ওয়াটার কিংডম, এক্সট্রিম রেসিং আর হেরিটেজ পার্ক নিয়ে গড়ে ওঠা ফ্যান্টাসি কিংডম দখলের প্রচেষ্টায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন পার্কের কর্মকর্তা-কর্মচারীরা। ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন দর্শনার্থীরাও। এ নিয়ে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লিটন গাজী নামের এক ব্যক্তি বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিক দলের ব্যানারে লোকজন জড়ো করেন। একপর্যায়ে তারা বে-আইনিভাবে ফ্যান্টাসি কিংডমের পার্কিং এরিয়ায় ঢুকে বিনোদন পার্কের জায়গা দখলের চেষ্টা করেন। ইট, বালু, সুরকি ও সিমেন্ট দিয়ে নিজেদের মতো করে দেয়াল নির্মাণ করতে শুরু করেন তারা। এ সময় পার্কের কর্মকর্তা-কর্মচারীরা তাদের বাধা দিলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নিজেকে শ্রমিক দলের নেতা দাবি করে স্থানীয় লিটন গাজী বলেন, পার্কের মধ্যে তার এক বিঘা জায়গা রয়েছে, সেটা তিনি দখল করতে এসেছেন। তবে তার এই দাবি সত্য নয় বলে জানিয়েছেন ফ্যান্টাসি কিংডম পরিচালনাকারী কনকর্ড গ্রুপের হেড অব মিডিয়া এন্ড পিআর মাহফুজুর রহমান।
‘এমন দাবিতে আমরা সত্যিই বিস্মিত ও হতবাক’—এমনটি জানিয়ে মাহফুজুর রহমান বলেন, ‘এমন তৎপরতায় পার্কের কর্মকর্তা, কর্মচারী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন।’
সাভারের আশুলিয়া থানার জামগড়ায় ২০০২ সালের ১৯ ফেব্রুয়ারি বিনোদন নগরী খ্যাত ফ্যান্টাসি কিংডম যাত্রা শুরু করলেও এর আগে পার্ক দখলের এমন অপচেষ্টার ঘটনা ঘটেনি।
শ্রমিক দলের নাম ব্যবহার করে ফ্যান্টাসি কিংডম দখলের অপচেষ্টার বিষয়ে জানতে চাওয়া হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের দুবারের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেন, ‘কে এই লিটন গাজী। সে কখনোই বিএনপি কিংবা সহযোগী কোনো সংগঠনে যুক্ত ছিল না। সংগঠনের নাম ভাঙিয়ে এভাবে দখলবাজির মাধ্যমে একটি চক্র দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা করছে।’