সাভারে আওয়ামী লীগ নেতা সেলিম মন্ডল গ্রেপ্তার
জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সাভারে গুলিবর্ষণ করে হত্যার অভিযোগের মামলায় আওয়ামী লীগ নেতা সেলিম মন্ডলকে গ্রেপ্তার করেছে র্যাব। সেলিম মন্ডল সাভারের বিরুলিয়ার আক্রান গ্রামের বাসিন্দা। তিনি বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।
ওসি জুয়েল জানান, গতকাল বুধবার দিনগত রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে সেলিমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার ভোরে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে রক্তক্ষয়ী অধ্যায়ের মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। তারপর আত্মগোপনে চলে যান সেলিম মন্ডল।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারের শহীদ ও আহতদের পরিবারের পক্ষ থেকে দায়ের করা বেশ কয়েকটি মামলার এজহারভুক্ত আসামি সেলিম মন্ডল। তাকে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে। আদালতে তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।