সাভারে ব্যবসায়ী নিশান হত্যা : সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামসহ আসামি ২২০
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিশান খান (৩৭) নামে সাভারে এক হার্ডওয়্যার ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানকে প্রধান আসামি করে ২২০ জনের বিরুদ্ধে আজ শনিবার (৭ সেপ্টম্বর) সকালে মামলা দায়ের করা হয়েছে।
নিশান খান চাঁদপুর সদরের দামুদরদি গ্ৰামের মৃত খন্দকার আব্দুল মালেকের ছেলে। তিনি সাভারের বিনোদবাড়ী এলাকায় ভাড়া থাকতেন। মামলার বাদী নিহতের স্ত্রী চাঁদপুরের ঝামেনা তুজ জোহরা। সাভার মডেল থানার মামলা নং ১৪/৫০৬। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
ঢাকা জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ছাড়াও মামলায় আসামির তালিকায় রয়েছেন- সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ কবির, মঞ্জুরুল আলম রাজীব, তার ভাই ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর, সাভার পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনি, তার ছেলে আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমানসহ জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা হাঙ্গামা, মারপিট ও গুলিবর্ষণ করে হত্যা ও হত্যার হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, গত ৫ আগষ্ট বিকেলে সাভার থানা রোডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বুকের বাম দিকে গুলিবিদ্ধ হন নিশান খান। আশঙ্কাজনক অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরে তার লাশ চাঁদপুর সদরের মনোহরখাদি গ্ৰামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ঝামেনা তুজ জোহরা জানান, তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা। অনাগত সন্তান কোনোদিন তার বাবার মুখ দেখতে পারবে না। মোহাম্মদ (৫) নামে তার একটি সন্তান নিয়ে এখন তিনি অসহায় অবস্থায় জীবন যাপন করছেন।