সাবেক এমপি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে আরেক মামলা
চট্টগ্রামের বাঁশখালীর সাবেক সংসদ সদস্য (এমপি) মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ ১৮ জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বাঁশখালী সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল হামিদের আদালতে এ মামলার আবেদন করেন সরল ইউনিয়নের জালিয়াঘাটা গ্রামের আমিনুল ইসলাম চৌধুরী। আদালত মামলাটি আমলে নিয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন।
এ মামলায় ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বাদী পক্ষে মামলাটির শুনানি করেন অ্যাডভোকেট তকসিমুল গণি ইমনসহ অন্যান্য আইনজীবীরা।
মামলার অভিযোগে বলা হয়, বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী জোরপূর্বক জায়গা জবরদখল করে নিজ নামে বিদ্যালয় নির্মাণ, শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণের নামে অবৈধভাবে মাটি বিক্রি, চাঁদা দাবি এবং তার নির্দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে জায়গা দখল করেন।
বাদী আরও অভিযোগ করেন, এমপি থাকাকালে আসামিরা সাবেক এমপির নির্দেশে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার পাশাপাশি বাদীর জায়গায় জোরপূর্বক স্কুল প্রতিষ্ঠা, স্টেডিয়াম নির্মাণের নামে মাটি বিক্রি করে এবং শরিকদের না জানিয়ে জোর করে পুকুরের মাঝখানে বৈঠকখানা নির্মাণ করে পুকুর দখল করেন।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট তকসিমুল গণি ইমন জানান, আদালত মামলাটি আমলে নিয়ে বাঁশখালী থানার ওসিকে এজহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
বাঁশখালী থানার ওসি সুধাংশু শেখর হাওলাদার বলেন, ‘মামলার বিষয়টি শুনেছি। আদালত থেকে আদেশের কাগজপত্র এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’