ভারতে পালানোর সময় সীমান্তে আটক সাবেক এমপি ফজলে করিম চৌধুরী
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে বিজিবি সরাইল ব্যাটালিয়নের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানিয়েছে, অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার গাজীর বাজার এলাকা থেকে ফজলে করিম চৌধুরীকে আটক করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি বিজিবি হেফাজতে ছিলেন। তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছিল।
স্থানীয় সূত্র জানায়, আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যেতে চাইছিলেন ফজলে করিম চৌধুরী। স্থানীয় একটি পাচারকারি চক্রের সঙ্গে সমঝোতায় ভারতে পালানোর চেষ্টা করেন তিনি। পরে বিজিবি তাদেরকে আটক করে। এ সময় হান্নান ও নাইম নামে আরো দুই যুবককে আটক হয়।
এদিকে আমাদের চট্টগ্রাম প্রতিনিধি আরিচ আহমেদ জানান, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী। তিনি ২০০১ সালে রাউজান থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর ২০০৮ সাল থেকে একটানা সংসদ সদস্য নির্বাচিত হয়ে পুরো রাউজানে একনায়কতন্ত্র কায়েম করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। ভিন্নমতের লোকজন এলাকায় যেতে পারতেন না তার বাহিনীর ভয়ে। এমনকি এলাকা থেকে পালিয়ে দীর্ঘ প্রবাস জীবন শেষে ফেরার পরও রেহাই পাইনি অনেক প্রবাসী। ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নুরুল আলম নুরুকে অপহরণের পর হত্যার ঘটনা ছিল বেশ আলোচিত। ইতোমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে।