ইলিশের দাম তিন দিনে বেড়েছে কেজিতে ২০০ টাকা
কেজিপ্রতি ইলিশের দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা। গত তিন দিনে এ দাম বেড়েছে বলে জানিয়েছেন মাছ ব্যবসায়ীরা। দাম বাড়ার জন্য নদীতে মাছ কম থাকাকে দায়ী করছেন তারা। অন্যদিকে, দাম বাড়ায় ক্রেতাদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারের মাছ বাজার ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
খুচরা ব্যবসায়ীরা এক কেজি বা এক কেজি ১০০-২০০ গ্রাম বেশি ওজনের ইলিশ বিক্রি করছে এক হাজার ৬৫০ থেকে এক হাজার ৭০০ টাকা। অথচ, একই সাইজের ইলিশ গত মঙ্গলবারও এক হাজার ৫০০ টাকা দরে বিক্রি হয়েছে। এ তথ্য জানিয়েছেন আল মামুন নামের এক মাছ ব্যবসায়ী।
মামুন বলেন, ‘তিন দিনের ব্যবধানে ১৫০ থেকে ২০০ টাকা দাম বেড়েছে। নদীতে মাছ নেই বললেই চলে। এখন বেশি মাছ ধরা পড়বে সাগর থেকে। তাও কম কম। সেজন্য দাম বাড়ছে। জেলেরা বেশি দাম রাখছে। বড় ব্যবসায়ীরা আরও বাড়াচ্ছে। আর আমরা যেভাবে কিনছি, সেভাবে বিক্রি করছি।’
দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি দুই হাজার টাকা। অথচ, তিনদিন আগে এই ধরনের ইলিশের কেচি বিক্রি হয়েছে এক হাজার ৮০০ টাকা টাকা। দেড় কেজি ওজনের একটি ইলিশ তিন হাজার টাকা দিয়ে কেনেন মোজাফফর হোসেন। তিনি বলেন, ‘এতো দাম। কেনার মতো অবস্থা না। কিন্তু, ছোট ছেলে বারবার বলতেছে, সে বড় ইলিশ খাবে। সেজন্য, বাধ্য হয়ে কিনলাম।’
মোজাফফর হোসেন যার কাছ থেকে ইলিশ কেনেন, তার নাম কবীর হোসেন। তিনি কারওয়ান বাজার ১৭ বছর ধরে মাছ বিক্রি করেন। কবীর হোসেন এ প্রতিবেদককে বলেন, ‘নদী থেকে খুবই কম মাছ ধরা পড়ছে। আবার যেসব মাছ ধরা পড়ছে, তার অনেক ভারতে চলে যাচ্ছে। ধরেন, ২০ বার ইলিশ মাছ পাচারের চেষ্টা করছে। আর বিজিবি হয়তো একবার ধরছে। তাহলে পাচার হয়ে যাচ্ছে আরও ১৯ বার। আমি জেনেই বলছি, এখনও ইন্ডিয়াতে মাছ পাচার হচ্ছে।’
পাঁচটি ইলিশের ওজন এক কেজি, এমন মাছগুলো বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি। এ মাছেও দাম বেড়েছে। গত তিন দিন আগেও একই ওজনের মাছ বিক্রি হচ্ছিল ৫৫০ টাকা। সেলিম হোসেন নামের এক বিক্রেতা বলেন, ছোট থেকে বড়, সব ধরনের ইলশ মাছের দাম বেড়েছে।
বাজারে ইলিশের দাম শুনে কামরুল হোসেন নামের এক ক্রেতা বলেন, বাজারটা ঘুরে ঘুরে দেখলাম। সব ধরনের ইলিশের দাম বেড়েছে। আমাদের দেশের ইলিশ আমাদের এতো বেশি দামে কিনে খেতে হয়, ভাবতেই অবাক লাগে।