ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে দুই নারীসহ তিনজনের মৃত্যু
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের শূড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—মুকাদ্দেস মোল্ল্যা (৬০), মো. জুলহাসের মেয়ে রেশমা খাতুন (৪৫) এবং মোকাদ্দেস হোসেনের মেয়ে হাসিনা বেগম (৫৫) ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে বৃষ্টির মধ্যে নিজ বাড়ির পেছনের পেঁপে গাছ পড়ে যায়। মুকাদ্দেস মোল্ল্যা সেই গাছ তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। পরবর্তীতে তিনি বাড়ি না ফিরে এলে স্বজনরা তাকে খুঁজতে থাকে। আজ সকালে মুকাদ্দেসের বড় ভাইয়ের স্ত্রী হাসিনা বেগম ও বৌমা রেশমা খাতুন তাকে দেখতে পেয়ে উদ্ধার করতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ঘটনা জানাজানি হলে স্বজন ও এলাকাবাসী তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার জানান, হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দীন জানান, ঘটনা শোনার পর আমাদের ফোর্স হাসপাতালে রওনা দিয়েছে। তবে এখনও পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দেয়নি।

মিজানুর রহমান, ঝিনাইদহ