১১ ঘণ্টা পর চালু মেট্রোরেল, চলবে শুক্রবারও
রাজধানীর উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ প্রায় ১১ ঘণ্টা পর আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মেট্রোরেল চলাচল শুরু হয়। এর আগে আজ বুধবার সকাল ৯টা ৪০ মিনিট থেকে কারিগরি ত্রুটির কারণে বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন মেট্রোরেলে চলাচলরত যাত্রীরা।
কর্তৃপক্ষ জানায়, বিজয় সরণি ও মতিঝিল এলাকায় মেট্রোরেলের নিচের অংশে পাতের স্প্রিং সরে যাওয়ায় প্রায় ১১ ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল।
এ বিষয়ে মেট্রোরেলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ডিএমটিসিএলের (উপসচিব) উপপ্রকল্প পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা নাজমুল ইসলাম ভূইয়া রাত নয়টার দিকে এনটিভি অনলাইনকে বলেন, কারিগরি ত্রুটি সমাধানের পর আজ রাত ৮টা ২৫ মিনিট থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। মেট্রোরেল চলাচলে সম্মানিত যাত্রীগণের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। স্বাভাবিক সিডিউল অনুযায়ী মেট্রোরেল চলাচল করছে।
আজ সকাল ৯টা ৪০ মিনিট থেকে বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন মেট্রোরেলে চলাচলরত যাত্রীরা। সকালের এ ঘটনায় যাত্রীদের মেট্রোরেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
শুক্রবারেও চলবে মেট্রোরেল
এখন থেকে শুক্রবারেও চলবে মেট্রেরেল। আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রোরেল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সেক্রেটারি খোন্দকার এহতেশামুল কবির গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
কোম্পানি সচিবের সই করা ডিএমটিসিএল অফিস আদেশে বলা হয়, প্রতি শুক্রবার বিকেল সাড়ে ৩টায় মেট্রোরেল উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে ছেড়ে যাবে এবং রাত ৯টা পর্যন্ত মতিঝিল মেট্রো স্টেশনে চলাচল করবে। এ ছাড়া, শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৮টা ৪০ পর্যন্ত মেট্রোরেল মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত চলবে।
তবে আন্দোলনের সময় গত ১৯ জুলাই ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রো স্টেশন পুনরায় চালুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।