ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় : মৎস্য উপদেষ্টা
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কের কারণেই বাণিজ্য মন্ত্রণালয় ভারতের অনুরোধ রক্ষা করে এ অনুমতি দিয়েছে।
আজ রোববার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফরিদা আখতার এসব কথা বলেন।
অন্যদেশে অবৈধভাবে ইলিশ পাচার হওয়া রোধ করার জন্য নির্দেশনা দিয়েছেন মৎস্য উপদেষ্টা। তিনি বলেন, ‘প্রতিবেশি কোনো জাহাজ বা ট্রলার আমাদের দেশের সীমানায় যেন প্রবেশ করে ইলিশ আহরণ করতে না পারে, সেজন্য নৌবাহিনী, কোস্টগার্ডসহ সংশ্লিষ্টদের কঠোরভাবে মনিটরিং করার নির্দেশনা দেওয়া হয়েছে।’
অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এমন কোনো কাজ করা যাবে না, যার ফলে দেশের ক্ষতি হয়। বাজারে অযৌক্তিকভাবে ইলিশের দাম বাড়ালে সরকার কঠোর ব্যবস্থা নেবে।