ছাত্রলীগনেতাকে পিটিয়ে হত্যায় জাবির আরেক শিক্ষার্থী গ্রেপ্তার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় সাইফুল ইসলাম ভূঁইয়া (২০) নামে আরও এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।
গ্রেপ্তার সাইফুল ইসলাম ভূঁইয়া ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের ছাত্র। সাবেক ছাত্রলীগনেতা হত্যা মামলার চার নম্বর আসামি। তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার থানার ছোট শালগরগ্রাম।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, মামলার পর আত্মগোপনে চলে যান সাইফুল ইসলাম ভূঁইয়া। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান সনাক্ত করা হয়। পরে উপপরিদর্শক অলক কুমার দে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
এর আগে গত শনিবার গভীর রাতে গাজীপুরের হোতাপাড়া থেকে এজাহারভুক্ত আরেক আসামি ইংরেজি বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসান রায়হানকে আটক করা হয়।
গত ১৮ সেপ্টেম্বর সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগনেতা শামীম মোল্লা প্রান্তিক গেইটে গেলে মব জাস্টিসের নামে কয়েক দফা পিটিয়ে হত্যা করা হয়। ভিডিও ফুটেজ দেখে কর্তৃপক্ষ এ ঘটনায় জড়িত আট শিক্ষার্থীকে শনাক্ত করে। তাদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের পাশাপাশি ওই ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ডেপুটি রেজিস্ট্রার-১ (নিরাপত্তা) সুদীপ্ত শাহিন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ঘটনার পর থেকে আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। আজ সোমবার দুপুরে আসামিকে রিমান্ডে নেওয়ার জন্য ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।