সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম গ্রেপ্তার
ভূমি দখল ও চাঁদাবাজির মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) দবিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার (৩ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগের নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত ১০ আগস্ট বাদী হাবিবুল ইসলাম বাবলু জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী এলাকায় নিজের জমিতে গেলে সাবেক এমপির লোকজন ১০ কোটি টাকা চাঁদা দাবি করে। পরে প্রাণনাশের হুমকি দেয় এবং বাদীকে মারধর করে। এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর হাবিবুল ইসলাম বাবলু বাদী হয়ে সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম, তার ছেলে সাবেক সংসদ সদস্য মাজাহারুল ইসলাম সুজনসহ ২৮ জনকে আসামি করে মামলা করেন।
ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতা আলমগীর হোসেনের বাসা থেকে দবিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত ১১ সেপ্টেম্বর রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে দবিরুল ইসলামের ছেলে সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। গত ২৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁও চিফ জুডিসিয়াল আলদালতে তাকে হাজির করা হলে আদালতের বিচারক রহিমা খাতুন তার জামিন আবেদন নামঞ্জুর করেন। একইসঙ্গে তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ছাড়া মামলার তদন্ত কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত আগামী ১০ অক্টোবর শুনানির দিন ধার্য করেন।