যারা জামায়াতকে নিষিদ্ধ করেছিল, তারাই ভয়ে পালিয়েছে : সহকারী সেক্রেটারি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, যারা জামায়াত-শিবিরের আদর্শিক রাজনীতিকে পছন্দ করত না, যারা জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল, তারাই আজ জনগণের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। দেশ ও জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করলে এভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হত না।
আজ শুক্রবার (৪ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখা আয়োজিত রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম এসব কথা বলেন।
সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় ঐক্য হলে এদেশের জনগণের সত্যিকারের কল্যাণ হবে। এ অবস্থায় জামায়াত-শিবিরকে কালের মুয়াজ্জিনের ভূমিকা পালন করতে হবে।
নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা সাদেক আহমেদ হারিছের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় রোকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ময়মনসিংহ অঞ্চল পরিচালক মো. মঞ্জুরুল ইসলাম ভূইয়া।
এছাড়াও বক্তব্য দেন ময়মনসিংহ জেলা আমির মো. আব্দুল করিম, ময়মনসিংহ অঞ্চলের ওলামা বিভাগের দায়িত্বশীল সাবেক জেলা আমির অধ্যাপক মাওলানা এনামুল হক, নেত্রকোনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন সাইফুল, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা প্রমুখ।
পরে জেলার কর্মপরিষদ সদস্য, জেলা শুরা সদস্যবৃন্দ, উপজেলা আমির ও সেক্রেটারিবৃন্দ, রোকন, মহিলা রোকনসহ সকলের উপস্থিতিতে গোপন ভোটে এ সম্মেলনে জেলা ইমারতের আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম ভূইয়া।