বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/10/05/bdruddojaa_caudhurii_0.jpg)
সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। ফাইল ছবি
সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আজ শনিবার (৫ অক্টোবর) এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যে ক্ষতি হলো, তা অপূরণীয়।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বদরুদ্দোজা চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।