সাবেক সচিব ইনাম আহমদ চৌধুরী আর নেই
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/04/enam_1.jpg)
সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি ) বিকেলের দিকে ঢাকার বনানীতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ছেলে নাদিম আহমদ চৌধুরী বলেন, তার বাবা সোমবার বিকেল ৫টার দিকে বনানীর বাসায় অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাদিম আহমদ চৌধুরী বলেন, তার বোন ও স্বজনেরা বিদেশে রয়েছেন। তারা দেশে ফেরার পর ৬ ফেব্রুয়ারি ইনাম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।
অর্থনীতির ছাত্র ইনাম আহমদ চৌধুরী ১৯৬০ সালে সিভিল সার্ভিস অব পাকিস্তানে যোগদান করেন। বাংলাদেশ আমলে সচিবের দায়িত্বও পালন করেন তিনি।
ইনাম আহমদ চৌধুরী ১৯৯৯ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এরপর ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার আমলে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর দলের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০১৮ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে তাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।
ইনাম আহমদ চৌধুরী ১৯৩৭ সালের ২৯ জুন সিলেটের গোলাপগঞ্জের বারোকোট গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা গিয়াসুদ্দিন আহমদ চৌধুরী ও মা রফিকুন্নেছা খাতুন চৌধুরী। তার বাবা ঢাকার কমিশনার ছিলেন।
ইনাম তৎকালীন ব্রিটিশ ভারতের আসামের শিলংয়ে শিক্ষা জীবন শুরু করেন। তিনি ১৯৫২-৫৩ সালে ঢাকা কলেজ ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারি থাকাকালে শহীদ মিনার নির্মাণ ও রাষ্ট্রভাষা আন্দোলন সম্পর্কিত কর্মকাণ্ডের জন্য কলেজ থেকে বহিষ্কৃত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। পরবর্তীতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকেও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
দেশের বিভিন্ন রাজনৈতিক দলে দায়িত্ব পালনের পাশাপাশি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতাও ছিল তার।