আগামীকাল সারাদেশে বিশেষ দোয়া ও কফিন মিছিল
জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আপসহীন এই বিপ্লবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ‘জুলাই ঐক্য’।
শরিফ ওসমান হাদি ছয়দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জুলাই ঐক্যর পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ ওসমান বিন হাদীর সম্মানে আগামীকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর সারা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া এবং কফিন মিছিল অনুষ্ঠিত হবে।
জুলাই ঐক্যের এক বিবৃতিতে বলা হয়েছে, শহীদ ওসমান বিন হাদী আমাদের জুলাই অভ্যুত্থানের অস্তিত্ব। তার প্রতি ফোঁটা রক্তের বদলা বাংলাদেশের মাটিতে নেওয়া হবে ইনশাআল্লাহ। একই সঙ্গে দেশের সকল বিপ্লবী জনতাকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ওই রাতেই সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার সিঙ্গাপুরে নেওয়া হয়।
