গভীর রাতেও স্লোগানে উত্তাল শাহবাগ
রাত বাড়ছে, বাড়ছে স্লোগানও। শোকের রাত। এখানে দলে দলে ছাত্র-জনতা হাদিকে নিয়ে নানান স্লোগান দিচ্ছেন। আওয়ামী লীগ ও ভারতবিরোধী স্লোগানও শোনা যাচ্ছে। এসবের মধ্যে আলোচনা সময় কেউ কেউ আবার ‘আহ হাদি’ বলে দীর্ঘশ্বাস ছাড়ছেন।
রাজধানীর শাহবাগ মোড়ে বৃহস্পতিবার দিনগত মধ্যরাতের দৃশ্য এটি। শাহবাগ মোড় অবরোধ করে ছাত্র-জনতা অবরোধ কর্মসূচি পালন করছেন। সময় যত গড়াচ্ছে মানুষ তত বাড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ইতোমধ্যে শাহবাগে জড়ো হয়েছেন।
ছাত্র-জনতায় মুখরিত শাহবাগ মোড়ের চারিদিকে মানুষ আর মানুষ। দুই বন্ধু রাত ১২টার সময় রাজধানীর কল্যাণপুর থেকে শাহবাগে এসেছেন। তাদের একজনের নাম জোবায়ের হোসেন। তিনি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। বলছিলেন, কেবল এসে পৌঁছালাম। আর ঘরে থাকতে পারলাম না। এতো খারাপ লাগছিল, সোজা চলে এসেছি। গণঅভ্যুত্থানের বিল্পবীদের যদি এখনো এভাবে মরতে হয়, তাহলে কীভাবে হবে? এই বাংলাদেশ দিয়ে আমরা কি করব?
জোবায়ের যখন কথা বলছিলেন, পাশে স্লোগান চলছিল, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’, ‘রশি লাগলে রশি নে, সন্ত্রাসীদের ফাঁসি দে’, ‘সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দে, গুড়িয়ে দে’, ‘আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ’, ‘আমরা সবাই হাদি হব, গুলির মুখে দাঁড়িয়ে যাব’।
দুর্বৃত্তদের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে এ কর্মসূচি পালিত হচ্ছে।
সরেজমিন দেখা গেছে, শাহবাগ মোড়ে কয়েক খণ্ডে ভাগ হয়ে বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন। আগুন জ্বালানো হয়েছে অন্তত তিন জায়গায়। আগুনকে গোল করে ঘিরে ধরে সবাই নানামুখী স্লোগান দিচ্ছেন।
‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘ইনকিলাব, জিন্দাবাদ’, ‘লীগ ধর, জবাই কর’সহ নানা স্লোগান দিতে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের আব্দুর রহিম বলছিলেন, হাদি ভাইয়ের খুনিকে ধরা না হলে সারা বাংলায় আগুন লেগে যাবে। যা দেশের জন্য ভালো হবে না। এক্ষুনি সরকারকে আওয়ামী লীগের ব্যাপারে আরও কঠোর হতে হবে।’ এ কথা বলতে বলতে আবার তিনি স্লোগান ধরেন, ‘ভারতীয় আগ্রাসন, ভেঙে দাও গুড়িয়ে দাও’।

নিজস্ব প্রতিবেদক