হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে : প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, শরিফ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে।
আজ বৃহস্পতিবর (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা একথা বলেন।
এদিন রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি।
এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ওই রাতেই সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে গত সোমবার (১৫ ডিসেম্বর) উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়।

এনটিভি অনলাইন ডেস্ক