তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান আর নেই

জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ ‘তিন গোয়েন্দা’র লেখক রকিব হাসান আর নেই। আজ বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৫টা দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মূর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, আজ কিডনির ডায়ালাইসিস চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার জীবনাবসান ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর ১০ মাস।
লেখক রকিব হাসান ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এবং তার দুটি কিডনিই বিকল হয়ে গিয়েছিল।
১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় রকিব হাসানের জন্ম। বাবার চাকরির সুবাদে তার শৈশব ও কৈশোর কেটেছে ফেনীতে। সেখানে স্কুলজীবন শেষ করে ভর্তি হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। পরে বিভিন্ন চাকরিতে যুক্ত হলেও শেষ পর্যন্ত তিনি লেখালেখিকেই বেছে নেন পেশা হিসেবে।
রকিব হাসানের লেখকজীবনের সূচনা হয় সেবা প্রকাশনী থেকেই। চার শতাধিক জনপ্রিয় বই লিখেছেন তিনি। তবে ‘তিন গোয়েন্দা’ সিরিজ তুমুল জনপ্রিয়তা পায়। ‘তিন গোয়েন্দা’ সিরিজের বই বাংলাদেশের অসংখ্য কিশোর-কিশোরীর কৈশোরের সঙ্গী। নিজ নামে লেখার পাশাপাশি বিভিন্ন ছদ্মনামেও লিখেছেন তিনি।