চলে গেলেন ‘হাই কিক’ খ্যাত প্রখ্যাত কোরীয় অভিনেতা লি সুন-জায়ে
দক্ষিণ কোরীয় বিনোদন জগতের কিংবদন্তি এবং দেশটির প্রথম প্রজন্মের টেলিভিশন অভিনেতা লি সুন-জায়ে মারা গেছেন। মঙ্গলবার, ৯১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য নিশ্চিত করেছে।
১৯৩৪ সালে হোয়েরিয়ংয়ে (বর্তমানে উত্তর কোরিয়ার অংশ) জন্মগ্রহণ করেন লি সুন-জায়ে। কোরীয় যুদ্ধের আগে তিনি সিউলে চলে আসেন এবং সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র থাকাকালীন তার অভিনয় জীবনের শুরু হয়। ১৯৫৬ সালে ‘বিয়ন্ড দ্য হরাইজন’ নাটকের মাধ্যমে মঞ্চে তার অভিষেক ঘটে।
এই প্রখ্যাত অভিনেতা তার ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে প্রায় ১৪০টিরও বেশি উল্লেখযোগ্য নাটক ও শোতে অভিনয় করেছেন। তিনি বিশ্বজুড়ে বিশেষ পরিচিতি লাভ করেন জনপ্রিয় সিটকম ‘হাই কিক থ্রু দ্য রুফ’ (High Kick Through The Roof)-এর মতো কাজ দিয়ে। পাশাপাশি ‘দ্য কিং’স ফেস’-এর মতো ঐতিহাসিক নাটকে তার শক্তিশালী অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।
তার সাম্প্রতিক এবং বহুল প্রশংসিত কাজগুলোর মধ্যে ছিল ‘নাবিলেরা’, যেখানে তিনি দীর্ঘদিনের স্বপ্ন পূরণের চেষ্টায় থাকা এক বয়স্ক মানুষের চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। এছাড়া ‘ডিয়ার মাই ফ্রেন্ডস’, ‘সেজং’, এবং ‘দ্য গ্রেট কিং’ তার স্মরণীয় কাজের অন্তর্ভুক্ত।
লি সুন-জায়ে ১৯৬০-এর দশকে কোরীয় টিভির পরীক্ষামূলক যুগের অভিনেতা হিসেবে পরিচিত। তিনি বর্তমানের বিশ্বজুড়ে জনপ্রিয় কে-ড্রামার মধ্যে একটি সফল সেতুবন্ধন তৈরি করেছিলেন। তার মৃত্যুতে দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

বিনোদন ডেস্ক