নৌকা ডুবে ফুটবল কোচের মৃত্যু
নৌকা দুর্ঘটনায় স্প্যানিশ ফুটবল ক্লাব ভ্যালেন্সিয়ার নারী বি-দলের কোচ ফার্নান্দো মার্টিন এবং তার তিন সন্তান নিহত হয়েছেন। ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র কোমোডো ন্যাশনাল পার্কের কাছে পাদার দ্বীপ প্রণালীতে নৌকাটি ডুবে যায়। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে কোমোডো দ্বীপ থেকে পাদার দ্বীপে যাওয়ার পথে পর্যটকবাহী নৌকাটি ইঞ্জিন বিকল হয়ে ১০ ফুট উঁচু বিশাল ঢেউয়ের কবলে পড়ে। খবর সিএনএনের।
৪৪ বছর বয়সী মার্টিন তার পরিবার নিয়ে ছুটি কাটাতে সেখানে গিয়েছিলেন। তার মৃত্যুতে আজ ভ্যালেন্সিয়া কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছে।
দুর্ঘটনার সময় নৌকাটিতে মোট ১১ জন আরোহী ছিলেন। এদের মধ্যে মার্টিনের পরিবারের ছয় সদস্য, চারজন ক্রু এবং একজন স্থানীয় গাইড ছিলেন। প্রবল ঢেউ ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে উদ্ধারকারীরা অভিযান চালিয়ে সাতজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন মার্টিনের স্ত্রী এবং তাদের সাত বছর বয়সী ছোট মেয়ে। এ ছাড়া নৌকার চারজন ক্রু সদস্য এবং ট্যুর গাইডকেও জীবিত উদ্ধার করা হয়েছে।
শুরুতে কোচ মার্টিন এবং তার ৯, ১০ ও ১২ বছর বয়সী তিন সন্তানকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। তবে দীর্ঘ তল্লাশি এবং স্থানীয় কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে পরবর্তীতে ভ্যালেন্সিয়া ক্লাব তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
ভ্যালেন্সিয়া ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে এই ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। রিয়াল মাদ্রিদও এই ফুটবল কোচের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

স্পোর্টস ডেস্ক