‘হাদি, হাদি’ স্লোগানে উত্তাল শাহবাগ
সন্ত্রাসীর গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর ইনকিলাব মঞ্চের আহ্বানে সাড়া দিয়ে সাধারণ ছাত্র-জনতা রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তারা অবস্থান নিয়েছেন। শাহবাগ মোড় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে।
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ব্যারিকেড দিয়ে শাহবাগের চারপাশের রাস্তা বন্ধ করে দেন। শাহবাগ মোড়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন তারা।
সড়ক আটকে তারা 'তুমি কে আমি কে, হাদি, হাদি', 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা', 'নারায়ে তাকবির, আল্লাহু আকবার', ' আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?' 'একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর' , 'ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ' ইত্যাদি স্লোগান দেন।
শরিফ ওসমান হাদি ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাজধানীর পুরানা পল্টন এলাকায় গত শুক্রবার (১২ ডিসেম্বর) চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ওই রাতেই সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার সিঙ্গাপুরে নেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক