সাভারে সাবেক উপজেলা চেয়ারম্যান রাজীবসহ ২৪০ জনের বিরুদ্ধে মামলা
সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে তাহমিদ হাসান রিফাত (২০) নামের এক মাদরাসা শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবসহ ২৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার (৯ অক্টোবর) সকালে আশুলিয়ার গাজীর চট মদিনাতুল উলুম ফাজিল মাদরাসার আলিম বিভাগের পরীক্ষার্থী তাহমিদ হাসান রিফাত বাদী হয়ে সাভার মডেল থানায় এ মামলাটি দায়ের করেন। রিফাত সিরাজগঞ্জের শাহজাদপুর থানার চিনাধুকুরিয়া গ্রামের বাসিন্দা।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।
আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা হাঙ্গামা, মারপিট ও গুলিবর্ষণ করে গুরুতর জখমসহ হত্যা প্রচেষ্টা ও হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
গত ৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লবে রক্তক্ষয়ী অধ্যায়ের মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওইদিন ছাত্র জনতা বিজয় মিছিল নিয়ে থানার দিকে অগ্রসর হলে সাভার সরকারি কলেজের সামনে বুকে, বাম হাত ও পায়ে গুলিবিদ্ধ হন তাহমিদ হাসান রিফাত।