‘পূজামণ্ডপে ইসলামি গানের সঙ্গে শিবির জড়িত না’
চট্টগ্রামে পূজামণ্ডপে ইসলামি সঙ্গীত পরিবেশনের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সংগঠনটির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার প্রচার সম্পাদক সালাউদ্দিন আকাশের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ৮টার দিকে জে এম সেন হলে হিন্দু সম্প্রদায়ের উৎসব চলাকালে সংঘটিত এ ঘটনায় ছাত্রশিবিরের জড়িত থাকার অভিযোগ করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচারণা চালানো হয়।’
বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করে বলা হয়, ‘এ ঘটনার সঙ্গে ছাত্রশিবিরের কোনো সম্পৃক্ততা নেই।’
ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগরী উত্তর শাখার সভাপতি ফখরুল ইসলাম ও সেক্রেটারি তানজীর হোসেন জুয়েল ‘উদ্দেশপ্রণোদিতভাবে ভুল তথ্য’ প্রচারের তীব্র নিন্দা জানান।