নেত্রকোনা সীমান্তে পাচারকালে ভারতীয় দালালসহ আটক ৪
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/10/12/netrokona_bgb_arrest_news.jpg)
নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে পাচারের সময় ভারতীয় দালাল ও রুপিসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার (১১ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
নেত্রকোনার ৩১ বিজিবি ব্যাটালিয়নের বিজয়পুর বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর মনতলা নামক স্থানে বিশেষ অভিযান চালিয়ে এদের আটক করে।
অভিযানকালে ভারতীয় মানব পাচারকারী দালালচক্রের সদস্য বিনয় কৃষ্ণ দেবনাথ এবং বাংলাদেশি সহযোগী অজিত দেবনাথসহ দুজন বাংলাদেশি নাগরিক ভারতে যাওয়ার চেষ্টাকালে বিজিবি টহলদল আটক করে।
আটক ভারতীয় দালাল বিনয় কৃষ্ণ দেবনাথ পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার পশ্চিম চেপনী গ্রামের দিগেন্দ্র দেবনাথের ছেলে এবং বাংলাদেশি সহযোগী অজিত দেবনাথ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের দেবেন্দ্র দেবনাথের ছেলে। এ সময় তাঁদের কাছ থেকে ৩৮ হাজার ২৯০ ভারতীয় রুপি জব্দ করা হয়।
বাংলাদেশি নাগরিক, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের নরেন্দ্র দেবনাথের ছেলে পরিমল দেবনাথ (৪০) এবং পরিমল দেবনাথের মেয়ে প্রিয়াংকা দেবনাথ (১৮)। এ সময় তাদের কাছ থেকে নগদ পাঁচ হাজার ৪৬৯ টাকা জব্দ করা হয়।
ভারতীয় দালাল ও তাঁর সহযোগীকে জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশি মানব পাচারকারী দালাল দুর্গাপুরের বাড়ইপাড়া গ্রামের দিগেন্দ্র দেবনাথের ছেলে জীবন দেবনাথের সহযোগিতায় সীমান্তের বিভিন্ন রুট দিয়ে মানবপাচার করে আসছিল।
আটক ব্যক্তিদের ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকাসহ দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।